11. নিম্নলিখিত শব্দ গুলির অক্ষরসমূহ কে কত বিভিন্ন উপায়ে বিন্যস্ত করা যায় তা নির্ণয় করো।
$\,(i)\, COMMERCE\,\,$
Sol. $\,(i)\, COMMERCE\,\,$
Letters (Numbers)=Total
$\,C(2),\,\,0(1),\,\, M (2),\,\,E(2),\,\, R(1)\\=2+1+2+2+1=8$
সুতরাং শব্দটির অক্ষরগুলোর নির্ণেয় বিন্যাস সংখ্যা হল $=\,\frac{8!}{2! \times 2! \times 2! }=\frac{8.7!}{8}=7!=\color{blue}{5040}.\,$
$\,(ii)\, ACCOUNTANT\,$
Sol. $\,(ii)\, \,ACCOUNTANT\,\,$
Letters (Numbers)=Total
$\,A(2),\,\,C(2),\,\, O (1),\,\,U(1),\,\, N(2),\,T(2)\\=2+2+1+1+2+2=10$
সুতরাং শব্দটির অক্ষরগুলোর নির্ণেয় বিন্যাস সংখ্যা হল $=\,\frac{10!}{2! \times 2! \times 2! \times 2!}=\color{blue}{22680}.\,$
$\,(iii)\, ENGINEERING\,\,$
Sol. $\,(iii)\, ENGINEERING\,\,$
Letters (Numbers)=Total
$\,E(3),\,\,N(3),\,\, G(2),\,\,I(2),\,\, R(1)\\=3+3+2+2+1=11$
সুতরাং শব্দটির অক্ষরগুলোর নির্ণেয় বিন্যাস সংখ্যা হল
$=\,\frac{11!}{3! \times 3! \times 2! \times 2!}\\=\frac{11.10.9.8.7!}{9.8.2}\\=55\times 7!\\=\color{blue}{277200}.\,$
$\,(iv)\, STATISTICS\,$
Sol. $\,(iv)\, \,STATISTICS\,\,$
Letters (Numbers)=Total
$\,S(3),\,\,T(3),\,\, A(1),\,\,I(2),\,\, C(1) \\=3+3+1+2+1=10$
সুতরাং শব্দটির অক্ষরগুলোর নির্ণেয় বিন্যাস সংখ্যা হল
$=\,\frac{10!}{3! \times 3! \times 2! }\\=\frac{10 \cdot 9 \cdot 8 \cdot 7!}{9 \cdot 8}\\=10 \times 5040\\=\color{blue}{50400}.\,$
$\,(v)\, SUCCESS\,$
Sol. $\,(v)\, SUCCESS\,\,$
Letters (Numbers)=Total
$\,S(3),\,\,U(1),\,\, C(2),\,\,E(1)\\=3+1+2+1=7$
সুতরাং শব্দটির অক্ষরগুলোর নির্ণেয় বিন্যাস সংখ্যা হল
$=\,\frac{7!}{3! \times 2! }\\=\frac{7 \cdot 6 \cdot 5 \cdot 4 \cdot 3!}{3! \cdot 2}\\=\color{blue}{420}.\,$
$12.\,\,\textbf{GAVASKAR}\,\,$ নামের অক্ষর গুলো কত রকম ভাবে বিন্যস্ত করা যায় যাতে তিনটি $\,A\,$ সর্বদা একত্রে থাকে?
Sol. $\,\,\textbf{GAVASKAR}\,\,$ তিনটি $\,A\,$কে একটি অক্ষর ধরা হলে মোট $\,3!=6\,$ টি অক্ষর পাওয়া যায়। সুতরাং এই ছটি অক্ষরের(letter) সবগুলিকে একত্রে নিয়ে মোট বিন্যাস সংখ্যা$=P^6_6=6!=720.\,\,$
সুতরাং $\,\,\textbf{GAVASKAR}\,\,$ নামের অক্ষর গুলো $\,720\,$ রকম ভাবে বিন্যস্ত করা যায় যাতে তিনটি $\,A\,$ সর্বদা একত্রে থাকে।
$\,13.\,$ পরপর তিনটি ফুটবল খেলার ফলাফল কত উপায় হতে পারে?
Sol. আমরা জানি, যদি $\,n\,$ সংখ্যক বস্তুর মধ্যে প্রত্যেকটি বস্তু যদি $\,r\,$ পর্যন্ত বারবার আসে, তবে $\,n\,$-সংখ্যক বস্তু থেকে একযোগে $\,r\,$ সংখ্যক বস্তুর বিন্যাস সংখ্যা =$n^r$.
এক্ষেত্রে, $\,n=3\,\,; \,r=3$. কারন, যেকোন ফুটবল খেলার ফলাফল তিনটি হতে পারে, যথাঃ হার, জিত বা ড্র। সুতরাং, পরপর তিনটি ফুটবল খেলার ফলাফল যত উপায়ে হতে পারে তা হল= $3^3=27.$
14. চারটি ডাকবাক্সে পাঁচটি চিঠি কত রকমে ফেলা যায়?
Sol. আমরা জানি, যদি $\,n\,$ সংখ্যক বস্তুর মধ্যে প্রত্যেকটি বস্তু যদি $\,r\,$ পর্যন্ত বারবার আসে, তবে $\,n\,$-সংখ্যক বস্তু থেকে একযোগে $\,r\,$ সংখ্যক বস্তুর বিন্যাস সংখ্যা =$n^r$.এক্ষেত্রে, $\,n=4; \,r=5$. কারন, প্রতিটি চিঠি চারটি ডাকবাক্সে $\,4\,$ রকমে ফেলা যায়।সুতরাং,পাঁচটি চিঠি চারটি ডাকবাক্সে $\,4 \times 4 \times 4 \times 4\times 4=4^5=1024\,$ রকমে ফেলা যায় ।
15. চারটি পুরস্কার - একটি আবৃত্তির জন্য, একটি খেলাধুলার জন্য, একটি সাহসিকতার জন্য এবং একটি সাধারণ মেধার জন্য $\,8\,$ জন বালকের মধ্যে কত উপায়ে দেওয়া যায়?
Sol. প্রশ্ন অনুযায়ী, এক্ষেত্রে প্রতিটি বালক চারটি করে পুরস্কার পেতে পারে । সুতরাং $\,8\,$ জন বালক মোট $=8^4=4096$ উপায়ে পুরস্কার গুলো অর্জন করতে পারে।
$16. \,1,2,3,4,5,,6,7,8,9\,$ এই অংক গুলি দিয়ে তিন অংক বিশিষ্ট কতগুলি সংখ্যা গঠন করা যায়?[ একই অংক একাধিকবার প্রয়োগ করা যেতে পারে].
Solution. স্পষ্টতই 3 অংক বিশিষ্ট সংখ্যাটির তিনটি স্থান আছে। যথাঃ একক স্থানীয় অঙ্ক, দশকে স্থানীয় অঙ্ক এবং শতক স্থানীয় অঙ্ক । প্রতিটি স্থান নটি অংক দ্বারা নয় প্রকারে বিন্যস্ত করা যেতে পারে । সুতরাং , $\,1,2,3,4,5,6,7,8,9\,$ এই অংক গুলি দিয়ে 3 অংক বিশিষ্ট যতগুলি সংখ্যা গঠন করা যায় তা হল =$9 \times 9 \times 9=9^3=729.$
0 Comments